বাংলাদেশের প্রথম অর্থ সচিবের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশের প্রথম অর্থ সচিবটাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি, দেশের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান মারা গেছেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী শোক জানিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ শোক জানিয়েছেন।

তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ১০মিনিটে রাজধানী গুলশানের নিজ বাসায় মারা যান তিনি।

খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী শোক জানিয়েছেন। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ শোক জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম জানাজা শনিবার রাতে ঢাকার গুলশান বাসায় অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচিতে অনুষ্ঠিত হবে।

খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালের জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।

Share this post

scroll to top