ময়মনসিংহ বিভাগে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের শিকার এমন নেতাকর্মীর পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার সকালে নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে নির্যাতিত তিন পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপির এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শনিবার ঢাকায় তারেক রহমানের উপহার প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।