ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে শনিবার দুই ধাপে মোট ১৮৮ টি নমুনার মধ্যে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেলের ২ ডাক্তার ও ১ নার্স, ময়মনসিংহ সদরের ২ জন ও জামালপুরের ৮জন রয়েছেন। ময়মনসিংহ সদরের ২জন ইতোমধ্যে এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. সাইফুল ইসলাম জানান, ময়মনসিংহে আরও দুই চিকিৎসক ও এক জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ১৫ চিকিৎসক ও ১৩ নার্সসহ এ জেলায় মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৬১ জন।
এ ছাড়া, ময়মনসিংহ বিভাগের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯২ জন। গতকাল নতুন করে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছিল। এরমধ্যে ছয় চিকিৎসক, সাত নার্স ও স্টাফসহ ১৯ জনই ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী।
শনিবার ময়মনসিংহ সদরের আক্রান্তদের বাসা খালপাড়ায় ও আকুয়া ওয়ার্লেস এলাকায়।