শ্রীবরদীতে ভগ্নিপতির বাড়িতে শালিকা সুখির (১৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা আসান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিগত সুখি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কাছিমেরচর গ্রামের মৃত জয়নালের মেয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। জেলা পুলিশ সুপার কাজি আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের আসান্দিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সালাতের (৩৫) সাথে সুখির বড় বোন রিমা’র বিয়ে হয়। বিয়ের পর সালাত তার স্ত্রীর ছোট বোন নিহত সুখি’র সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এবং বাড়িতে রেখে শারিরিক মেলামেশা করে। এনিয়ে এলাকাবাসির মধ্যে কানাকানি হলে সে বিয়ে করেছে বলে এলাকাবাসীকে জানায়। ঘটনার এক সপ্তাহ পূর্বে সুখি সালাতের বাড়িতে আসে। এনিয়ে সালাতের বাড়িতে কলহের সৃষ্টি হয়। শনিবার সকালে সালাতের ঘরে সুখির লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশে খবর দেয়।
এসময় সালাত বাড়ি থেকে পালানোর চেস্টা করলে এলাকাবাসি সালাতকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ সালাতের বাড়িতে গিয়ে সালাতের ঘর থেকে নিহত সুখি’র মৃত দেহ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় নিহতের ভগ্নিপতি সালাতসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।