রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাটে মহাসড়কে ট্রাকচাপায় চাপায় নিহত হয়েছেন দুই যুবক। এ সময় আরো চারজন আহত হয়েছেন।
বড়দরগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, শনিবার রাতে জায়গীরহাট বাসস্ট্যান্ডের ২০০ গজ দক্ষিণে রংপুর ঢাকা মহাসড়কে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক একটি বাইসাইকেল ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যা। নিহতরা হলেন সাইকেল আরোহী পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র ফ্লেক্সিলোড ব্যবসায়ী দুলাল মিয়া ও ভ্যান আরোহী বাতাসন দুর্গাপুর মিস্ত্রিপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র রোকন।
এসময় ভ্যান আরোহী নিশ্চিন্তপুর গ্রামের আলামিন, রুবেল মামুনসহ ভ্যানচালক গুরুতর আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।