ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় গত ২৪ ঘণ্টায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই কৃষক নিহত হয়েছেন। নিহতরা হলেন, মনির উদ্দিন (৮০) ও বাবুল মিয়া (৫০)। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়াতে চাচার সঙ্গে ভাতিজা মাহবুবুর রহমানের কথাকাটাকাটির একপর্যায়ে ভাতিজা চাচার গালে থাপ্পড় মারলে সঙ্গে সঙ্গে কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মারা যায় কৃষক মনির উদ্দিন। নিহত মনির উদ্দিন উপজেলার বানিহালা ইউনিয়নের নগুয়া গ্রামের কৃষক।
এ দিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামে প্রতিবেশী শাজাহান ও সামিউলের মধ্যে জমিসংক্রান্ত নিয়ে ঝগড়া চলে। এ সময় বাবুল মিয়া তাদের ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষ শাজাহানের লাঠির আঘাতে গুরতর আহত হন। রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবুল মিয়া। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।