ঢাকাFriday , 24 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ডাক্তারসহ নতুন করে করোনায় আক্রান্ত ২৪ জন

Link Copied!

Corona-Mymensingh-Update-totalময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে দুইধাপে সর্বমোট ১৮৮ টি নমুনার মধ্যে ২৪জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন ডাক্তার, ৬জন নার্স ও ৭ জন স্বাস্থ্যকর্মী, আরেকজন সার্জারী ইউনিটে ভর্তিকৃত রোগী। অপরদিকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সও আক্রান্ত হয়েছেন। আর জামালপুরের সরিষাবাড়ির ২জন  বকশিগঞ্জের ২জন রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অফিস সহায়ক মো: নজরুল ইসলাম। তিনি ময়মনসিংহ সদরের দাপুনিয়ার শষ্যমালা গ্রামের বাসন্দিা।

মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন করে আক্রান্ত সিনিয়র স্টাফ নার্সের নাম পাপিয়া।

এনিয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ১০ জন চিকিৎসক ও ২৮জন নার্স-আয়া, গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও ৭ স্বাস্থ্যকর্মী, হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক ও মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ সর্বমোট ১৭ চিকিৎসকসহ ময়মনসিংহ জেলায় ৮৬ জন, জামালপুর জেলায় ৩৭, নেত্রকোনা জেলায় ৩৪ এবং শেরপুর জেলায় ২৪ জন রয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলায় তিন জন এবং জামালপুর জেলা ৩জনসহ ৬ জন মারা গেছেন।

বিস্তারিত আসছে…..

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।