ময়মনসিংহ ফেরতরা দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হচ্ছে

Corona-attackময়মনসিংহ ফেরতরা দেশের বিভিন্ন  প্রান্তে করোনায় আক্রান্ত হচ্ছে বলে খবর পায়া গেছে। গত দুদিনে এমন দুইজনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের এক যুবকের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। ১৯ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে বাড়ি ফিরেছেন। ওই যুবক ফুলবাড়িয়ায় এক ইট ভাটায় কাজ করতেন। বাসায় ফেরার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। তারপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। এ ঘটনায় ওই যুবকের বাড়িটি পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। একই সাথে ওই এলাকায় সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন।

কুড়িগ্রামেও নতুন করে একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। কয়েকদিন আগে ৩০ বছরের ওই ব্যক্তি ময়মনসিংহ থেকে তার বাড়ি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাঁ পাড়ায় যান। গত ১৯ এপ্রিল তার নমুনা রংপুরে পাঠানো হয়েছিল। তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।

অপরদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরেও এক যুবকের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনিও ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে নিজ বাড়িতে ফিরছেন কয়েকদিন আগে। ভালুকায় একটি গার্মেন্টেসে কাজ করতেন জুলমত নামের এই যুবক। তার বাড়ি শাহজাদপুরের কাশিনাথপুর গ্রামে। তার বাবার নাম আজগর আলী।

Share this post

scroll to top