ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে আজ শুক্রবার প্রথম দফায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ হয়। তাদের প্রত্যেকেই ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার, নার্সসহ অন্যান্য পদে কর্মরত। সূত্র জানায়, তাদের মধ্যে ২জন ডাক্তার, ২জন নার্সসহ আর বাকি ৪জন হাসপাতালের স্টাফ।
এনিয়ে ময়মনসিংহ বিভাগের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ৯ জন চিকিৎসক ও ২১জন নার্স-আয়াসহ ময়মনসিংহ জেলায় ৭৪ জন, নেত্রকোনা জেলায় ৩৪, জামালপুর জেলায় ৩৩ এবং শেরপুর জেলায় ২৪ জন রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলায় তিন জন এবং জামালপুর জেলা ৩জনসহ ৬ জন মারা গেছেন।