ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি।
আজ শুক্রবার ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর শিকারিকান্দা এলাকার ওই নারীর করোনা শনাক্ত হওয়ার পর এস কে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গতকাল দুপুরে তিনি মারা যান।
ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে তিনজন মারা গেছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ৫৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।