রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা রাকিব নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন নুর ইসলাম নামে একজন। উভয়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত রাকিব বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি বলে জানা গেছে। আক্রমণকারীদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আহত রাকিব ও নুর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নুর ইসলাম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
চিকিৎকরা জানায়, দুজনের মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বনানী থানার পরিদর্শক (অভিযান) সায়হান ওয়ালিউল্লাহ সংবাদমাধ্যমকে জানান, মহাখালীতে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পরে রাকিব নামের একজন নিহত হন।