ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রস্তুত করেছে করোনাভাইরাসের প্রতিষেধক তারই ট্রায়াল শুরু হয়ে গেছে ৷ বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ভাবে ট্রায়াল শুরু হয় ৷ এই ভ্যাকসিন ৮০ শতাংশ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে ৷ ব্রিটেন সরকার করোনা প্রতিষেধকের ট্রায়ালের জন্য ২ কোটি পাউন্ড আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ৷
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী মেট ইনকক এক বিবৃতিতে জানিয়েছেন মারণ করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে যথাসম্ভব বিনিয়োগ করবে তার সরকার ৷ তিনি আরো জানিয়েছেন পৃথিবীর প্রথম দেশ হিসাবে করোনার প্রতিষেধক বিকশিত করার জন্য সব কিছু ত্যাগে প্রস্তুত ৷ জানা গিয়েছে করোনার ভ্যাকসিন শিম্পাঞ্জির শরীরের এক উপকারী ভাইরাস থেকে প্রস্তুত করা হয়েছে ৷ ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার প্রতিষেধকের ট্রায়াল যারা নেবেন তাদেরকে ৬২৫ পাউন্ড করে দেয়ার কথাবার্তা চলছে ৷
আগামী মাসের মধ্যে এই রিসার্চের জন্য ৫০০ জনের নাম ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রখ্যাত অধ্যাপক সারাহ গিলবার্টের সঙ্গে বেল কয়েকজন বিজ্ঞানী জানুয়ারি মাস থেকেই প্রতিষেধক প্রস্তুতির কাজ শুরু করেছিলেন ৷ শুরুতে মনে হয়েছিল তাদের এক লম্বা সময় লাগবে কিন্তু কাজে নামার চার মাসের মধ্যেই একটি প্রতিষেধকের ট্রায়াল শুরু হয়েছে এটা অনেক বড় বিষয় ৷
সূত্র : নিউজ১৮