ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত মোট ৬৯ জন

Corona-Mymensingh-Updateময়মনসিংহ জেলায় সরকারি হিসেবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ জন। এর মধ্যে জেলা সদরে ৩৭ জন, গফরগাঁওয়ে ১২ জন, ঈশ্বরগঞ্জে- ছয়জন, মুক্তাগাছায় পাঁচজন, ফুলপুরে তিনজন, হালুয়াঘাটে দু’জন, নান্দাইলে দু’জন, ভালুকা, ফুলবাড়ীয়া ও ত্রিশাল উপজেলায় একজন করে রয়েছে। ইতোমধ্যে ফুলপুর ও ত্রিশাল উপজেলায় দু’জন মারা গেছে। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনায় আক্রান্তদের মধ্যে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক, সাতজন স্বাস্থ্য সহকারী এবং নার্সসহ ১০ জন রয়েছে। হাসপাতালটি লকডাউন করা হয়েছে। মোবাইল ফোনে শুধু জরুরি সেবা চালু রয়েছে। হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন চিকিৎসক এবং মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেকজন চিকিৎসক আক্রান্ত থাকায় সেখানেও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ময়মনসিংহ জেলায় ১৩ চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য সহায়ক আক্রান্ত হয়েছেন।

Share this post

scroll to top