ঢাকাThursday , 23 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে লোডশেডিংয়ে নষ্ট হলো করোনার স্যাম্পল : প্রায় ৩লাখ টাকার ক্ষতি

Link Copied!

Corona-Mymensingh-Updateদফায় দফায় লোডশেডিংয়ের কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনাভাইরাস নমুনা শনাক্ত করতে পারলো না কলেজ কর্তৃপক্ষ। শুধু তাই নয় বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় বৃহস্পতিবারের প্রথম দফার ৯৪টি স্যাম্পলই নষ্ট হয়। এতে করে প্রায় ৩ লাখ টাকার রিএজেন্ট নষ্ট হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। বারবার বিদ্যুৎ সরবরাহে বিঘান ঘটায় পরবর্তী ধাপের নমুনা শনাক্ত করণও বন্ধ হয়ে যায়। এতে করে দিনের প্রথম ধাপের ৯৪টি নমুনার পরীক্ষা সম্ভব না হলেও  দ্বিতীয় ধাপের ৯৪টি স্যাম্পলের নমুনা পরীক্ষা সম্পন্ন ১১টায় শেষ হয়। এতে ১টি রিপোর্ট পজেটিভ আসে। আর এই নতুন আক্রান্ত ব্যক্তি হলেন জামালপুর সদরের ১জন পুলিশ সদস্য। এ অবস্থার জন্য বিদ্যুৎ বিভাগকেই দায়ি করছেন ময়মনসিংহ মেডিকেলের সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম।

জানাযায়, ল্যাবে প্রতিদিনের ন্যায় প্রথম ধাপে মোট ৯৪টি স্যাম্পল নিয়ে কাজ শুরু হয়। আর শুরুর সাথে সাথেই শুরু হয় লোডশেডিং। নিরবিচ্ছিন্ন তিন ঘণ্টা বিদ্যুৎ না পাওয়ায় ফলাফল মেলেনি কোন নমুনারই।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: চিত্ত রঞ্জন দেবনাথ জানান, আজকের ১মধাপের পরীক্ষা আগামীকাল (শুক্রবার) হবে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, বিকেলে লাইনে সমস্যা থাকায় কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। পরে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।