ঢাকাWednesday , 22 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে প্রশাসনের লকডাউন ভেঙ্গে আওয়ামীলীগের মিছিল সমাবেশ

Link Copied!

গৌরীপুর চাল চুরি লকডাউন ভেঙ্গে সমাবেশময়মনসিংহ জেলা প্রশাসন গোটা জেলাকে লকডাউন ঘোষণা করলেও প্রশাসনের নির্দেশনা অমান্য করে শতশত মানুষ নিয়ে গৌরীপুরে মিছিল সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। করোনা আতঙ্কের মধ্যে প্রশাসনের নাকের ডগায় সরকারি নির্দেশনা ভেঙ্গে মিছিল সমাবেশ করায় সমগ্র ময়মনসিংহে সামলোচনার সৃষ্টি হয়েছে।

জানাযায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করায় সাবেক ছাত্রলীগ নেতা ডিলার মাহবুবুর রহমান শাহীনকে গ্রেফতার করায় স্থানীয় আওয়ামীলীগের তিনশতাধিক নেতাকর্মী শাহীনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মিছিল সমাবেশ করে।

বুধবার দুপুর ১২ টা থেকে ঘন্টাব্যাপি চলা মিছিল সমাবেশে নেতৃত্ব দেন গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেকলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ। পরে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান সমাবেশ স্থলে উপস্থিত হয়ে বিষয়টি প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে মিছিল ও সমাবেশ স্থগিত হয়।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১৭০ কেজি চালসহ গত ১৬ এপ্রিল মাহবুবুর রহমান শাহীনকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ি এলাকা থেকে উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধরের নেতৃত্বে গ্রেফতার করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন সঙ্গীয় ফোর্স। পরে কালোবাজারে চাল বিক্রির ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বাদী হয়ে মাহবুর রহমান শাহীনসহ ৩জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।