আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় স্থানীয় এক তালেবান নেতাসহ অন্তত ১৯ বিদ্রোহী নিহত ও অপর সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার এক আফগান কর্মকর্তা একথা জানান।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র মুহিবুল্লাহ্ মুহিব বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বুধবার রাতে খাকি সাফেদ জেলার নাইদি এলাকায় তালেবানদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে স্থানীয় তালেবান নেতা আগা মীর আদালাত ও তার ১০ সহযোগী বিদ্রোহী নিহত হয়।
আদালাত গোলযোগপূর্ণ ওই এলাকার দুইশো বিদ্রোহীর নেতা ছিলেন।
মুহিব আরো বলেন, পার্শ্ববর্তী বালা বুলুক জেলায় প্রায় একই সময়ে পৃথক বিমান হামলায় আট তালেবান বিদ্রোহী নিহত হয়।
তিনি বলেন, বালা বুলুকে এই অভিযানে তালেবানের তিনটি প্রতিরক্ষা শিবির ধ্বংস হয়।