নড়াইলে হাসপাতালের ৪ চিকিৎসক ও এক স্টাফ করোনায় আক্রান্ত

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও একজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা: আব্দুল মোমেন।

তিনি বলেন, আজ বুধবার সকাল পৌণে ৬টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও একজন স্টাফের করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। তাদের সবার পজেটিভ এসেছে। এখন চিকিৎসা চলছে।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনায় আক্রান্ত স্টাফসহ চিকিৎসকদের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে নড়াইলে চলছে। তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post

scroll to top