কিশোরগঞ্জে অসহায়দের ত্রানের জন্য ছবির কথা বলে টাকা আদায়, বিক্ষোভ

নীলফামারীর কিশোরগঞ্জে ত্রানের জন্য ছবির কথা বলে অসহায়দের কাছ থেকে ৩০ টাকা করে আদায়ের অভিযোগে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। সোমবার ইউনিয়ন পরিষদের সামনে তারা টাকা ফেরত চেয়ে বিক্ষোভ করেন।

জানা গেছে, উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ড মেম্বার আবুজার রহমান ত্রান বিতরণ ও সরকারের ঘোষিত প্রণোদনার তালিকা প্রণয়নের জন্য ছবি উঠানোর কথা বলে শতাধিক গরীব দু:স্থদের নিকট থেকে ৩০টাকা করে আদায় করেছেন। টাকা নিতে বাধা দেয়ায় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মোনোয়ারা বেগমের স্বামী আবদাল হোসেনকে পরিষদের সামনে প্রকাশ্যে জুতাপেটা করেন। ছবি উঠাতে কোন টাকা লাগে না জানতে পেরে ভূক্তভোগী দু:স্থরা সোমবার পরিষদের সামনে টাকা ফিরত চেয়ে বিক্ষোভ করেন।

আবদাল হোসেন বলেন, দুই নম্বর ওয়ার্ডের কয়েকজন গরীব দুস্থ আমাকে জিজ্ঞাসা করেন ছবি উঠাতে টাকা লাগে কিনা। আমি তাদেরকে জানিয়ে দিয়েছি ছবি উঠাতে আপনাদের এক পয়সাও লাগবেনা। এ কথা জানার পর মেম্বার আবুজার রহমান রোববার পরিষদের সামনে জনসম্মুক্ষে আমাকে জুতাপেটা করেন। এঘটনায় আমি চেয়ারম্যানকে বিচার দিয়েছি।

চাঁদখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান জানান, দুই নম্বর ওয়ার্ড মেম্বার আবুজার রহমান গরীব দুস্থদের কাজ থেকে ছবি উঠানোর কথা বলে ৩০ টাকা করে নেয়ার কথা শুনেছি। এ ব্যাপারে চাঁদখানা ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের মেম্বার আবুজার রহমানের বাড়ীতে গেলে তার দেখা পাওয়া যায়নি।

টাকা ফিরত চেয়ে বিক্ষোভ প্রদর্শন কারী জিয়ারুল ইসলাম,জিন্নুর রহমান, আব্দুল কাদের, রুবেল হোসেন, আবুল কালাম ও লুৎফর রহমানসহ অনেকে বলেন, ছবি তোলার জন্য মেম্বার আমাদের কাছ থেকে ৩০টাকা করে নিয়েছে। কিন্তু আমরা পরে জানতে পেরেছি ছবি তুলতে কোন টাকা লাগেনা। আমরা আমাদের টাকা ফিরত চাই।

Share this post

scroll to top