করোনাভাইরাস লকডাউনের কারণে মানুষের চলাচল কমায় প্রাণীজগতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। করোনার কারণে থাইল্যান্ডে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার কারণে সামুদ্রিক জীববৈচিত্র্যে আবার প্রাণসঞ্চার হয়েছে।
বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা বিশেষ এক প্রজাতির সামুদ্রিক কচ্ছপ ছয় বছরের মধ্যে প্রথমবারের মত আবার ডিম দিতে শুরু করেছে।
উপকূলের কাছে আবার দেখা যাচ্ছে হাঙর, ডুগং এবং ডলফিন।
মহামারির কারণে থাইল্যান্ডে পর্যটকের সংখ্যা ৯০ শতাংশ কমে গেছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে থাই কর্তৃপক্ষ সমুদ্র সৈকতগুলো বন্ধ করে দিয়েছে।
লকডাউনের কারণে জনসমাগম বন্ধ হয়ে যাওয়ায় পৃথিবীর অনেক দেশেই বন্যপ্রাণীদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ও উদ্দীপনা দেখা যাচ্ছে। বিবিসি।