ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে সোমবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ত্রিশালের সাখুয়ার এক গার্মেন্টস কর্মী ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ৩ জন ( ত্রিশালের মেহেদি হাসান (মৃত), গফরগাঁওয়ের আরিফুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন), শেরপুরের ৭ জন (সদরের ৩ জন হলেন-আরশাদ আলী, মোন্তাছির বিল্লাহ, আসমাউল হোসনা, ঝিনাইগাতির ৩ জন হলেন-রহিমা, তোয়ায়েল আহমেদ, সাইদুল ইসলাম, নকলার ১ জন হলেন-রমজান আলী), নেত্রকোনার ৫ জন (আটপাড়ার ২ জন হলেন-আয়ান, ফজলুর রহমান, কলমাকান্দার ১ জন গোলাম মোস্তফা, কেন্দুয়ার ১ জন বাবুল মিয়া, মদনের ১ জন রাজিব), এবং জামালপুরের মাদারগঞ্জের রিপন রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: চিত্তরঞ্জন দেবনাথ জানান, সোমবার ৯৪ জন করে দুইদফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়।