প্রাণঘাতী করোনা ভাইরাসের চলমান আতংকে সারাদেশে বাড়ছেই চলছে করোনা রোগীর সংখ্যা। ইতি মধ্যে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর সহ দেশের প্রতিটি জেলায় করোনা রোগী চোখে পড়ার মত। এমনকি নেত্রকোনার ৭ টি উপজেলায় ২৪ করোনার রোগী শনাক্ত হয়ে গেচ্ছে।
এমন অবস্থায় লক ডাউন করা হয়েছে দেশের অনেক জেলা উপজেলা। মানুষদের ঘর রাখতে মাঠে কাজ করছে প্রশাসন, ডাক্তার, পুলিশ, গণমাধ্যমকর্মী সহ স্বেচ্ছাসেবকরা। বিশেষ করে স্বেচ্ছাসেবকরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছেন স্বেচ্ছাশ্রমের জন্য।
করেনায় আক্রান্ত ব্যক্তির সেবা প্রদান, অসহায় মানুষের খাদ্য ব্যবস্থা করা, এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির জানায নামাজ থেকে শুধু করে দাফন-কাফনের ব্যবস্থা করছেন স্বেচ্ছাসেবকরা।
নেত্রকোনার দুর্গাপুরে এরকম ৩৬ জন স্বেচ্ছাসেবক এর মাঝে আইডি কার্ড বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এসব কার্ড বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রয়েল সাংমা, প্রধান শিক্ষক সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন একেএম ইয়াহিয়া, সাবেক ডেপুটি কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সোহরাব তালুকদার, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার, রিফাত আহমেদ রাসেল, সহকারী শিক্ষাক কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয় আজিজুল রহমান খাঁন রাসেল, যুবলীগ নেতা মোমেন ইবনে সাইদ, মাসুম বিল্লাহ অভি সহ প্রমুখ ।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, দেশের চলমান করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ এখন অনেকটাই গৃহবন্দী । তারপরও অনেকেই অহেতুক বাজারগুলোতে ঘোরাফেরা করে। তাদেরকেও ঘরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি । তবে এই কাজে এগিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবকদের আমি স্বাগত জানাই। স্বেচ্ছাসেবকরা তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বলে আমি আশা করি।