ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে রোববার মোট ৭০ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১৯জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগেই ১৫জন ও ঢাকা বিভাগের ৪ জন কোভিড-১৯ ভাইরাস দ্ধারা আক্রান্ত হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: চিত্তরঞ্জন দেবনাথ ময়মনসিংহ লাইভকে জানান, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় নতুন ১২ জনের মধ্যে ময়মনসিংহ সদরের ৪ জন, মুক্তাগাছার ২ জন, নান্দাইলের ২ জন, ভালুকার ১ জন, ঈশ্বরগঞ্জের ১ জন, ফুলপুরের ১ জন ও হালুয়াঘাটের ১ জন। শেরপুরের ২ জন(নকলা), জামালপুরের ১ জন, কিশোরগঞ্জের ২ জন(তাড়াইল) ও টাংগাইলের ২ জন রয়েছেন।
ময়মনসিংহ সদরের দিঘারকান্দার জীবন মিয়া, শিকারিকান্দার আলিম, পন্ডীতপাড়ার ডা: পিএন সরকার ও ১৯নং ওয়ার্ডের লোটাস চিসিম নামে এককজন আক্রান্ত হয়েছেন।
ঈশ্বরগঞ্জে নতুন আক্রান্তের বাড়ি মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামে। তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। এছাড়াও ঈশ্বরগঞ্জ ১ জন পুরনো রোগী (পুন:পরীক্ষিত) এসকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
একজন হলেন মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স। তার নাম সালামা আক্তার। আরেকজন হলেন মুক্তাগাছার মানকোনের বাসিন্দা।
এছাড়া ভালুকা পৌরসভার খারুয়ালী ৭ নং ওয়ার্ডের খারুয়ালী গ্রামের গজারী খাল এলাকায় ভালুকার প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।
ফুলপুরের নতুন আক্রান্তের বাড়ি উপজেলার কাজিয়াকান্দায়। তার নাম জহিরুল ইসলাম, পিতার নাম ইসলাম। সে গাজীপুরের মাওনায় রাজমিস্ত্রীর কাজ করত।
জামালপুর সদরের বাশচড়া ইউনিয়নের একজন আক্রান্ত হয়েছেন।