মুন্সিগঞ্জে করোনার উপসর্গে মৃত ব্যক্তির বাড়ি ময়মনসিংহে

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাট বালিগাও উপস্বাস্থ্য কেন্দ্রে করোনা উপসর্গ নিয়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপরে তার মৃত্যুর পর আইইডিসিয়ারের নিয়মনীতি মেনেই নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বাচ্চু।

নিহতের বাড়ি বাড়ি ময়মনসিংহ জেলায়। সে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারে থেকে শ্রমিকের কাজ করতো।

জানা গেছে, ওই দিন দুপুর ১২টার দিকে দুই ব্যক্তি বালিগাও উপস্বাস্থ্য কেন্দ্রে গাছ থেকে পড়ে গেলে বলে অজ্ঞাত রোগীকে (৪০) নিয়ে আসেন। ওই রোগীর শ্বাসকষ্ট হতে থাকলে হাসপাতালের কর্তব্যরত ডা. সিরাজুল ইসলাম বাচ্চু তাকে চিকিৎসা না দিয়ে সাথের দুই সঙ্গীকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ সময় ভ্যান আনার কথা বলে দুই সঙ্গী পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ওই রোগীর মৃত্যু হয়।

এ ব্যাপারে ডা. সিরাজুল ইসলাম বাচ্চু জানান, রোগীর শরীরে গাছ থেকে পরে আহত হওয়ার কোন লক্ষণ না দেখায় ওই রোগীকে হাসপাতালের বারেন্দায় রেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যেতে বলি। পরে তার সাথে থাকা দুইজন ভ্যান আনার কথা বলে ফিরে আসেনি। কিছুক্ষণ পরে ওই ব্যাক্তি মারা যায়।

টঙ্গীবাড়ী থানা ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তথ্য সংগ্রহ চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, নিহত ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা এখনো বলা যাবেনা। নিহতের সোয়াব সংগ্রহ করা হয়েছে। ২ দিন পরে জানা যাবে নিহত করোনা আক্রান্ত ছিলো কিনা।

Share this post

scroll to top