সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ চিকিৎসক করোনায় আক্রান্ত

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচ চিকিৎসকের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোশিয়েশন (বিএমএ)।

জানা যায়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা আক্রান্ত পাঁচ চিকিৎসকের মধ্যে দুইজন মেডিসিন বিভাগের চিকিৎসক, একজন শিশু বিভাগের চিকিৎসক, একজন অবেদনবিদ্যা বিভাগের চিকিৎসক ও একজন বহির্বিভাগের চিকিৎসক। তারা কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা এখনো নিশ্চত হওয়া যায়নি।

তবে হাসপাতালের একটি সূত্র জানায়, বহির্বিভাগের একজন চিকিৎসক প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে অন্যরা তার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হন বলে সন্দেহ করছেন তারা।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ভাইরাসটিতে রোববার পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন।

Share this post

scroll to top