করোনায় মতলবের ব্যবসায়ীর মৃত্যু

corona

করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুর জেলার মতলব উত্তরের এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার সকাল ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যক্তির (৪৮) বাড়ি জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তি নারায়ণগঞ্জের চাষারা এলাকায় কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। সেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদসহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে মাঝে মাঝে তিনি এলাকায় আসতেন। তার অন্যান্য ভাই বাড়িতেই থাকেন।

সূত্র আরো জানায়, গত ৪ দিন আগে নারায়ণগঞ্জে থাকা অবস্থায় লুৎফুর রহমান করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হন। ওই দিনই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

রোববার সকাল ৮টার দিকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া ব্যক্তির এক নিকটাত্মীয় জানান, এখনো (রোববার বিকেল পর্যন্ত) ওই ব্যক্তির লাশ হাসপাতালে আছে। তাকে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকাতেই দাফন করা হবে বলে পরিবারকে জানানো হয়েছে।

উল্লেখ্য, লুৎফুর রহমান নারায়ণগঞ্জে করোনা টেস্ট পজেটিভ হয়েছিলেন। চাঁদপুরের সিভিল সার্জন অফিসে তার কোনো তথ্য নেই। চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, আমাদের অফিস থেকে যাদের নমুনা পাঠানো হয় শুধুমাত্র তাদের তথ্য আমার কাছে পাবেন।

Share this post

scroll to top