ঢাকাWednesday , 5 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আল আকসায় জোরপূর্বক ইহুদিদের প্রবেশ

Link Copied!

আবারো মুসলিমদের প্রথম কেবলা আল আকসা মসজিদের ভেতর জোর করে ঢুকে পড়েছে ইসরাইলি দখলদাররা। বুধবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনের এক কর্মকর্তা।

জেরুসালেমের মুসলিম স্থাপনাগুলো দেখাশোনা করে যে সংস্থা- জর্দান পরিচালিত জেরুসালেম ইসলামিক ওয়াকফ নামের সেই সংস্থার মুখপাত্র ফিরাজ আল দিবস এক বিবৃতিতে বলেন, ‘অন্তত ১৫২ জন ইহুদি দখলদার পবিত্র মসজিদের কম্পাউন্ডে জোর করে ঢুকে পড়েছে’। এসময় তাদের সাথে ইসরাইল পুলিশের একটি দল ছিলে বলে বিবৃতিতে বলা হয়েছে।

পূর্ব জেরুসালেমের যে স্থানে মুসলিমদের তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান আল আকসা- ইহুদিরা দাবি করে ওই স্থানটিতেই তাদের ‘টেম্পল মাউন্ট’ নামক ধর্মীয় স্থানটি ছিলো। যার কারণে আল আকসা মসজিদে প্রায়ই জোর করে ঢুকে পড়ে ইহুদিরা। তাদের পাহাড়া দেয় ইসরাইলি পুলিশ।

আরব বিশ্বের ১৯৬৭ সালে যুদ্ধে জেরুসালেমের অর্ধেক এবং ১৯৮০ সালে বাকি অর্ধেক দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।