করোনার স্বেচ্ছাসেবী সেজে স্প্রে মেশিনে ফেনসিডিল ব্যবসা

করোনা সেচ্ছাসেবককরোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবী সেজে ফেনসিডিল বহনের সময় চৌগাছায় ধরা পড়েছেন এক যুবক। সোহেল রানা (২০) নামে ওই যুবক স্প্রে মেশিনের মধ্যে ফেনসিডিল বহন করছিলেন। আটক যুবক ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাজেখড়িঞ্চা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার পিঠে থাকা স্প্রে মেশিনের ড্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় যুবক নিজেকে করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে জীবাণুনাশক স্প্রে করছে বলে জানান। তাকে চ্যালেঞ্জ করা হয় এবং স্প্রে মেশিনের ড্রামের মধ্যে থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পুড়াপাড়া বাজার থেকে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন।’ বলেন ওসি। এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Share this post

scroll to top