ময়মনসিংহে নতুন ১০জনের দেহে করোনা শনাক্ত

Corona-Mymensingh-Updateময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে শনিবার দুই দফায় ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জামালপুর ৩ জন (১ জন ইসলামপুর,২ জন মাদারগঞ্জ), নেত্রকোনার ৩জন (আটপাড়া ১ জন,খালিয়াজুড়ি ২ জন), ময়মনসিংহের ৪ জন (ঈশ্বরগঞ্জ ১ জন, মুক্তাগাছা ১ জন, গফরগাঁও ১ জন এবং ময়মনসিংহ সদরের ১ জন) রয়েছেন।

দ্বিতীয়বার পরীক্ষায় ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল নাজমুল হোসেন (২২), গফরগাঁওয়ের মোছা. লাইলী (৬০), নেত্রকোনার খালিয়াজুড়ির শারমিন আক্তার (২৪) ও আফরোজা (২৫), ইসলামপুর জামালপুরের আকিব আবীর সৌমিক (২৫) এর দেহে করোনা শনাক্ত হয়েছে।

ঈশ্বরগঞ্জের আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং ড্রাইভার হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে ময়মনসিংহ জেলায় আক্রান্তদের মধ্যে নগরীর এসকে হাসপাতালে ১২জন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন ও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন করোনা রোগী আইসোলেশনে রয়েছে।

Share this post

scroll to top