নাশকতা মামলায় দিনাজপুরে জামায়াতের সাত কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
আজ বুধবার দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ ম-ল এ আদেশ দেন।
জামায়াতের এ কর্মীরা হলেন- নবাবগঞ্জ উপজেলার শালকুড়িয়া গ্রামের সাইদুর রহমান (২৭), ভাদুরিয়া বাজারের নবাব আলী (৫২) ও আব্দুল মালেক (৪৮), মল্লিকপুর গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও জাফর আলী (৫০), কৃষ্টপুর গ্রামের ময়েন উদ্দীন (৫৫) ও শামসুল আলম (২৮)।
দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান, নাশকতার মামলার আসামি হিসেবে আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৫ সালের ১৪ জানুয়ারি ভাদুরিয়া বাজারে আসামিরা পেঁয়াজ ভর্তি একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলাম নামে ওই ট্রাকের চালক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী এসআই আহসান হাবিব ৩৭ জামায়াত-বিএনপির কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।