মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

corona lockdown

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯১ জনের পরীক্ষা করে শনিবার আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুরের মিঠা পুকুর, দিনাজপুরের ঘোড়াঘাট এবং ঠাকুরগায়ের রানী শংকৈলে একজন করে। মিঠাপুকুরের ব্যক্তি সরকারি চিকিৎসক। এনিয়ে এই বিভাগের আট জেলায় ১ হাজার একশত ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হলো।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার একেএম নূর-উন-নবী লাইজু জানিয়েছেন শনিবার রমেকে ৯১টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয় যার মধ্যে রংপুরের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন।এছাড়াও দিনাজপুরের ঘোড়াঘাট এবং ঠাকুরগায়ের রানীশংকৈলে এক জন করে শনাক্ত হয়েছে।

রংপুর সিভিল সার্জন হিরোম্ব কুমার রায় জানিয়েছেন, ওই চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানকার চিকিৎসক নার্স এবং তাদের সংস্পর্শে আসা সবাইকে সেখানেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ রাখা হবে।

Share this post

scroll to top