কিশোরগঞ্জে চাল ‍চুরির অভিযোগে জেলা পরিষদের সদস্য গ্রেফতার

ত্রাণের চাল চুরি করায় কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, জেলা পরিষদ থেকে কটিয়াদীতে ৪৫০ জনের মাঝে শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বরাদ্দ করা ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ টি সাবান ও ১ টি মাস্ক দেওয়ার কথা। কিন্তু ১০ কেজি চালের মধ্যে প্রতি প্যাকেটে এক থেকে দুই কেজি করে কম দেওয়া হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তদন্ত করে সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম বাদী হয়ে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

Share this post

scroll to top