নরসিংদীতে করোনায় ৩ চিকিৎসকসহ নতুন আক্রান্ত ২৭

corona

নরসিংদীতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিন চিকিৎসকসহ ২৭ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৯২।

শুক্রবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে বেলাবতে শ্বাসকষ্টে মো. নান্নু মিয়া (৫০) নামে একজন মারা গেছেন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

স্থানীয়রা জানান, নান্নু মিয়া শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় ভুগছিলেন। তিন দিন আগে তিনি বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমের মধ্যে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘নান্নু মিয়া মাদকাসক্ত ছিলেন। তিন দিন আগে তিনি হাসপাতালে এসে চিকিৎসা নেন। তার লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।’ ইউএনবি।

Share this post

scroll to top