প্রেম করে বিয়ে, আট মাস পর স্ত্রীর আত্মহত্যা

আট মাস আগে প্রেম করে কোর্টে গিয়ে বিয়ে করেছিলেন তৃষ্ণা সরকার ও প্রকাশ সরকার। বিয়ের আটমাসের মাথায় আত্মহত্যায় শেষ হল তৃষ্ণা সরকারের সংসার। শুক্রবার সকালে নিজের ঘর থেকে এই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।

জানা যায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ী এলাকার সদু মণ্ডলের পালিত মেয়ে তৃষ্ণা সরকার (১৯) গত আট মাস পূর্বে ভালবেসে কোর্টে গিয়ে প্রকাশ সরকারকে বিয়ে করেন। এক পর্যায়ে উভয় পরিবার তাদের বিয়ে মেনে নেয়। প্রকাশ একই উপজেলার বানাইল ইউনিয়নের বাংগলা গ্রামের নেপাল সরকারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান, শুক্রবার সকালে রুটি ভাজার সময় সেগুলো পুড়ে যাচ্ছিল বলে স্বামী প্রকাশ সরকার তৃষ্ণাকে তিরস্কার করেন। এতে তৃষ্ণা রেগে যান। পরে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তিনি জেনেছেন।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, রুটি বানানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Share this post

scroll to top