ঈশ্বরগঞ্জে ৪ জনের করোনা শনাক্ত

Corona-Mymensingh district--Zilla--Updateময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঈশ্বরগঞ্জে মোট ৫জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়ি উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে।

গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস কর্মী নারী উত্তর বনগাঁও গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে প্রেরণ করে।

১২ এপ্রিল ওই নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। ১৩ এপ্রিল ওই আক্রান্ত নারীর পরিবার ও প্রতিবেশিসহ ৮জনের নমুনা সংগ্রহ করে মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়। ১৫ এপ্রিল ৮জনেরেই রিপোর্ট নেগেটিভ আসে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার পুনরায় ঐ ৮জনের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর ফিল্ড ল্যাব ময়মনসিংহ থেকে ওই নারীর মা, দুইবোন ও একজন প্রতিবেশির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হুদা খান।

Share this post

scroll to top