ময়মনসিংহে করোনায় আরো ১ চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৯জন

Corona-Mymensingh-Update-Districtময়মনসিংহ জেলায় নতুন করে বৃহস্পতিবার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও  প্রথম ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শ্রমিক আব্দুল কাদির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে।

গত ১১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষায় তার পজিটিভ ধরা পড়ে। ঐ দিনই তাকে উদ্ধার করে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকালে এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার বিভাগের চার জেলার ১৮৮ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৯ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে গফরগাঁও তিন, ঈশ্বরগঞ্জ চার ও ময়মনসিংহ সদরের মাসকান্দায় একজন ও হালুয়াঘাটের একজন রয়েছে।

তিনি আরো জানান, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জুবাইয়দা, অফিস সহকারী সিরাজুল ইসলাম, স্টাফ নার্স তাসলিমা।

এছাড়া ঈশ্বরগঞ্জের চারজনের মধ্যে আঞ্জুমান বেগম, শাপলা, আকলিমুন ও হনুফা।

অপরদিকে প্রথমবারের মত ময়মনসিংহ সদরে একজন আক্রান্ত হয়েছে। তিনি হলেন, বিভাগীয় নগরীর মাসকান্দার শেখ খায়রুল ইসলাম ইশান।

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি জানান, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস কর্মী নারী উত্তর বনগাঁও গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে প্রেরণ করে। ১২ এপ্রিল ওই নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। ১৩ এপ্রিল ওই আক্রান্ত নারীর পরিবার ও প্রতিবেশিসহ ৮জনের নমুনা সংগ্রহ করে মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়। ১৫ এপ্রিল ৮জনেরেই রিপোর্ট নেগেটিভ আসে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার পুনরায় ঐ ৮জনের নমুনা পরীক্ষা করে আইইডিসিআর ফিল্ড ল্যাব ময়মনসিংহ থেকে ওই নারীর মা, দুইবোন ও একজন প্রতিবেশির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হুদা খান।

Share this post

scroll to top