হাসপাতাল থেকে পালানোর পর দিন করোনা উপসর্গে যুবকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। ওই যুবক আইসোলেশনে না থেকে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর দিন মারা গেছেন। মঙ্গলবার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যান ওই যুবক।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, মৃত্যুর আগে ও পরে ওই যুবকের শরীরে করোনার উপসর্গ ছিল। দিনাজপুর থেকে একটি টিম তার নমুনা সংগ্রহ করতে বাড়িতে গেছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনে ওই এলাকা লকডাউন করা হবে।

জানা গেছে, গত রোববার জ্বর, সর্দি-কাশি নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই যুবক। সোমবার হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। কিন্তু পরিবারের লোকজন তাকে আইসোলেশনে রাখতে অস্বীকৃতি জানান। সোমবার সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যান ওই যুবক ও তার স্বজনরা। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

Share this post

scroll to top