চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩৩ বছর। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায়।

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, সোমবার দিবাগত রাত ৩টার কিছু পরে ওই যুবক প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন।

রোগীর সাথে আসা লোকজন চিকিৎসককে জানান, ওই যুবক দু’দিন আগে জ্বরে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় সন্দেহজনক রোগী হিসেবে রাতেই তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি কর হয়। মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে তিনি মারা যান।

করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে  জানানো হয়েছে।

Share this post

scroll to top