ঢাকা ভিাগের করোনা আক্রান্ত রোগীরা ভীড় জমাচ্ছে ময়মনসিংহে। এদিকে ময়মনসিংহ বিভাগের বাইরের রোগী হওয়ায় রোগী ভর্তিতে গড়িমসি করছে বলে রোগীরা অভিযোগ করেছে। বিশেষ করে টাঙ্গাইল জেলার রোগীরা ময়মনসিংহে ভীড় জমাচ্ছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মধুপুরে ১জন, ভূঞাপুরে ৩জন এবং নাগরপুরে ১জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭জন। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন চালু হলেও ভেন্টিলেশনসহ সব ধরনের সুযোগসুবিধা সেখানে নেই। এ জন্য করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেশনের জন্য ময়মনসিংহ সরকারি এসকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ‘টাঙ্গাইল জেলা ময়মনসিংহ বিভাগের আওতায় নয়, ঢাকা বিভাগের আওতায়’- এমন অজুহাতে টাঙ্গাইলের করোনা রোগী এসকে হাসপাতালের আইসোলশনে ভর্তি করা হচ্ছেনা বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই উপজেলায় করোনায় আক্রান্ত তিন রোগীকে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তির জন্য পাঠালে এসকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভর্তি নিতে দেরি করে। রোগীর আত্মীয় আবুল হোসেন জানান, করোনায় আক্রান্ত ওই তিন রোগীকে আজ সোমবার ভোর পাঁচটায় এসকে হাসপাতালে নিয়ে আসা হয়। টানা ছয় ঘণ্টা অ্যাম্বুলেন্স তাদেরকে বসিয়ে রাখা হয়। টাঙ্গাইল জেলা যেহেতু ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত, তাই এসব রোগীকে ঢাকার যে কোন হাসপাতালে ভর্তি করাতে নির্দেশ দেন ওই হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম।
এ ব্যাপারে ময়মনসিংহ এসকে হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলা ময়মনসিংহ নয়, ঢাকা বিভাগের আওতায়। ঢাকায় করোনা রোগীদের আইসোলেশন জন্য বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। তারা সেখানে তাদের রোগী পাঠাতে পারেন। তিনি জানান, ময়মনসিংহের এ হাসপাতালে আইসোলেশন জন্য প্রস্তুত ৬০ সীটের মধ্যে ৪৮টি খালি।