ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করেছেন তরুণ মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের ৬ উইকেটের পারফরমেন্সকে পেছনে ফেলেছেন এই স্পিনার। এর পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন আরো পাঁচ উইকেট। মোট তিনি শিকার করেছেন ১২টি উইকেট। দুর্দান্ত এই পারফেরমেন্সের সুবাদে আইসিসি’র টেস্ট র্যাঙ্কিংয়ে এক লাফে ১৪ ধাপ এগিয়েছেন তিনি।
সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে উঠে গেছেন মিরাজ। তার রেটিং ৬৯৬।
এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। ঢাকা টেস্টে মারমুখী ব্যাটিংয়ে ৮০ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়েছেন সাকিব। ৬১৬ রেটিং নিয়ে এখন ২১ নম্বরে উঠে এসেছেন তিনি।
ক্যারিয়ার সেরা ইনিংসে ১৩৬ রান করে মাহমুদুল্লাহ এগিয়েছেন ১৫ ধাপ। ৫১১ রেটিং নিয়ে উঠেছেন ৪৮ নম্বর স্থানে।