উইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ

সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে তাতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সিরিজ জয়ে র‌্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি টাইগারদের। তবে অস্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে রেটিং ব্যবধান কমিয়ে ফেলেছে নবম স্থানে থাকা বাংলাদেশ। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন মাত্র ১। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭০, বাংলাদেশের ৬৯। ঢাকা টেস্ট শেষে সর্বশেষ র‌্যাঙ্কিং ঘোষণা করে ক্রিকেটের প্রধান সংস্থান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ঢাকা টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ছিলো ৭৬। বাংলাদেশের রেটিং ছিলো ৬১। ঢাকা টেস্ট ইনিংস ও ১৮৪ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ জয় ও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ফলে আট রেটিং পায় বাংলাদেশ।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার উপরে আছে ভারত। ১১৬ রেটিং সংগ্রহে রয়েছে টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে :

র‌্যাঙ্কিং——— দেশ—— ম্যাচ—– রেটিং
১ ————-ভারত ——৩৮ ——১১৬
২ ————ইংল্যান্ড —-৪৯ ——১০৮
৩ ——-দক্ষিণ আফ্রিকা –৩৫ ——১০৬
৪ ——-নিউজিল্যান্ড —–২৩ ——১০২
৫ ——-অস্ট্রেলিয়া ——-৩৬ ——১০২
৬ ——–পাকিস্তান ——–২৪ ——-৯৫
৭ ———শ্রীলঙ্কা ———৪২ ——-৯৩
৮ ——ওয়েস্ট ইন্ডিজ —-৩৫ ——৭০
৯ ——–বাংলাদেশ ——-২৫ ——৬৯
১০ ——-জিম্বাবুয়ে ——–১১ ——১৩

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top