সুনামগঞ্জ জেলা লকডাউন

সুনামগঞ্জ জেলায় একজনের শরীরের করোনার জীবাণু শনাক্ত হওয়ায় পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে এক জরুরি সভা শেষে লকডাউন ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং জেলাবাসীর সুরক্ষার প্রয়োজনে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিন সকালে জেলায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর আগে শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক নারীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেল ৪টায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটি বৈঠকে বসে। এরপরই লকডাউনের সিদ্ধান্ত হয়।

Share this post

scroll to top