ঢাকাSunday , 12 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

একজন করে হাফেজকে খতম তারাবির অনুমতি দেয়ার আহবান

Link Copied!

করোনা পরিস্থিতিতে সারাদেশে বর্তমান লকডাউন অবস্থা অব্যাহত থাকলে দেশের মসজিদগুলোতে অনধিক ৫ জন মুসল্লির সাথে একজন করে হাফেজকে তারাবীর নামাজ পড়ানোর জন্য অন্তর্ভূক্ত করে অনুমতি দেয়ার আহবান জানিয়েছেন আহলুল হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান কারী শেখ নাজির উল্লাহ।

নিজের ফেইসবুকপেইজে পোস্ট দিয়ে এই আহবান জানানোর পর অনেক হাফেজে কোরআন সেটিকে সমর্থন করেন।

তিনি বলেন, বাংলাদেশে হাজার হাজার কোরআনের হাফেজ আছেন। যারা প্রতিবছরের ন্যায় এবারও তারাবীহ পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু স্থগিত হয়ে আছে। যেহেতু আমাদের দেশে মসজিদগুলো চালু রাখার ব্যাপারে সরকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে মসজিদগুলো সীমিত আকারে খোলা রেখেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি ওয়াক্তে পাঁচজন করে আর জুম্মাতে ১০ জন করে (সর্বোচ্চ) সালাত আদায় করবে। আমরা আশা করছি, মাহে রমজানের পূর্বে এই করোনাভাইরাস থেকে আমরা পরিত্রাণ পাবো। আল্লাহ না করুন, পরিস্থিতি যদি এমনই থেকে যায়, তাহলে পাঁচজন মুসল্লী নিয়ে হলেও যেন খতম তারাবীহ পড়া হয়। সরকারী-বেসরকারী মসজিদগুলো যেন কুরআনের সুরে মেতে ওঠে। আমরা আশা করি, হয়তোবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা এই বৈশ্বিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাবো, ইনশাল্লাহ।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারি এই হাফেজ আরো বলেন, বাংলাদেশের হাফেযরা সাধারণত: মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তন আর তাদের বিশাল একটা অংশ এখনও শিক্ষার্থী। প্রায় ৯০ শতাংশ হাফেয শিক্ষার্থীরা তারাবীহ’র এই সম্মানীর টাকাগুলো দিয়ে সারাবছরের পড়াশোনার খরচ চালায়। যেহেতু সীমিত আকারে মসজিদে নামাজ হচ্ছে, সরকার যেন সীমিত আকারেই তারাবীহ চালু রেখে আমাদের/হাফেয সাহেবদের কল্যাণের সুযোগ করে দেয়।

তার এই বক্তব্যের সাথে একমত পোষন করে উত্তরার একটি হিফজ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা ইসমাঈল আহসান ফোনে এই প্রতিবেদককে বলেন, এদেশের সব হাফেজই এমন আশা পোষন করে। আশাকরি সরকার বিষয়টি বিবেচনায় নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।