লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ৬টা থেকে এ ঘোষণা কার্যকর হচ্ছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, জেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই করোনার বিস্তার রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় লক্ষ্মীপুরকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

তিনি আরো জানান, লকডাউনের সময় জেলায় জনসমাগম ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। একইসাথে জেলার বাইরে থেকে মানুষ বা যানবাহন প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। তবে জরুরি সেবা (চিকিৎসা, ওষুধ, কৃষি পণ্য, খাদ্য সামগ্রী ও গণমাধ্যমের যানবাহন) এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কেউ নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share this post

scroll to top