সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় ঘোরাফেরা, আড্ডা ও দোকান চালু রাখার অপরাধে ময়মনসিংহে ১৭টি পৃথক মামলায় ১৭ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে শহরের কালিবাড়ি এলাকার এক চা দোকানদারকেও জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক সাংবাদিকদের জানান, করোনা রোধে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্টেট্রের নেতৃত্বে ৮টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় এক যুবককে তিন দিন এবং অপর যুবককে একদিনের জেল প্রদান করেছে। সেইসাথে ১৭টি পৃথক মামলায় ১৭ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।