কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় অস্বচ্ছল ও হত-দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সহ–সভাপতি আবু রায়হান মিথুন। শনিবার (১১ এপ্রিল) ব্যক্তি উদ্যোগে তিনি ময়মনসিংহের সানকীপাড়া শেষমোড় এলাকায় ত্রাণ বিতরণ করেন।
জানা যায়, আবু রায়হান ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রতিটি পরিবারকে তিনি ৪ কেজি চাল এবং ১ কেজি আলু দিয়ে সহায়তা করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহমদ এবং প্রচার সম্পাদক নাজমুল হক খান।
আবু রায়হান মিথুন বলেন, দেশের এই কঠিন পরিস্থিতিতে সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে হত-দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকের সাহায্য-সহযোগিতার মাধ্যমেই আমরা বর্তমানের কঠিন পরিস্থিতি পেরিয়ে উঠতে পারবো।