ময়মনসিংহের ৯ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জিপ বরাদ্দ

করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের প্রাক্কালে ময়মনসিংহের ৯ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জিপ বরাদ্দ পেয়েছেন।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্লানের ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দকৃত অর্থ থেকে  উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাকে একটি করে এই জিপ বরাদ্দ প্রদান করে স্বাস্থ্য সেবা বিভাগ। এছাড়াও ময়মনসিংহসহ দেশের ২৮০ জন উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে জিপ গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে।

ময়মনসিংহের বরাদ্ধকৃত উপজেলাগুলেো হলো: ময়মনসিংহ সদর, ফুলপুর, গফরগাও, ভালুকা, ত্রিশাল, মুক্তারগাছা, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ধোবাউড়া।

শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক আদেশে এই বরাদ্দ প্রদান করা হয়। এতে বলা হয়, বরাদ্দকৃত জিপ কোনোভাবেই ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। বরাদ্দকৃত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জিপ সরবরাহের জন্য কেন্দ্রীয় ঔষধাগারে পরিচালক (ভান্ডার ও সরবরাহ) এবং স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টরকে (কমিউনিটি বেইজড হেলথ কেয়ার) নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া বরাদ্দকৃত উপজেলাগুলো হলো- শরীয়তপুর সদর,গোসাইরহাট, নড়িয়া, ভেদড়গঞ্জ, ডামুড্যা; মাদারীপুর সদর,কালকিনি; ফরিদপুর সদও,ভাঙা,বোয়ালমারি, চরভদ্রাসন, সদরপুর; রাজবাড়ী সদও, পাংশা, গোয়ালন্দ; ঢাকা জেলার ধামরাই, সাভার; মুন্সিগঞ্জ সদর, সিরাজদীখান, শ্রীনগর, টঙ্গীবাড়ী; নারায়ণগঞ্জ সদর,বন্দও, আড়াইহাজার, সোনারগাঁও; নরসিংদী সদর, পলাশ, রায়পুরা;গাজীপুর সদর, শ্রীপুর;টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার, মির্জাপুর, কালিহাতি, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী, সখীপুর; কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, তাড়াইল, ইটনা, নিকলী, কুলিয়ারচর, কটিয়াদি, মিঠামঈন; জামালপুর সদর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর; শেরপুর সদর, নলিতাবাড়ী, শ্রীবর্দী, নকলা; নেত্রকোণা সদর, পূর্বধলা, দূর্গাপুর, খালিয়াজুড়ি, কেন্দুয়া; পঞ্চগড় সদর, বোদা, দেবীধস, তেতুলিয়া; ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গ, হরিপুর, পীরগঞ্জ,রাণীশংকৈল; দিনাজপুর সদর, বিরল,বিরামপুর,বোচাগঞ্জ, চিরিবন্দও, হাকিমপুর, খানসামা, নবাবগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী; রংপুর সদর, বদরগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, মিঠাপুকুর; নীলফামারীর ডিমলা, কিশোরগঞ্জ, সৈয়দপুর, লালমনিরহাট সদর, হাতিবান্ধা, কালীগঞ্জ; কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, রৌমারী, নাগেশ্বর, ভুরুঙ্গামারী; গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাদুল্লাপুর, সাঘাটা; জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, আক্কেলপুর; বগুড়া সদর, সারিয়াকান্দি, গাবতলী, আদমদিঘী, দুপচাঁচিয়া, শিবগঞ্জ, নন্দগ্রিাম, শাজাহানপুর, ধুনট; পাবনা সদর, আটঘরিয়া, ফরিদপুর; নওগাঁর আত্রাই, মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর, ধামইরহাট, পত্মীতলা, সাপাহার, পোরশা; চাপাইনবাগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর; রাজশাহীর বাঘা, দুর্গাপুর, বাগমারা, পবা, গোদাগাড়ি;কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর; মেহেরপুর সদর ও মুজিবনগর; চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা; ঝিনাইদহ সদর, মহেশপুর ও শৈলকুপা; মাগুড়া সদর, শালিখা, শ্রীপুর; নড়াইল সদর, কালিয়া, যশোর সদর, অভয়নগর, বাগারপাড়া, ঝিকড়গাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা; সাতক্ষীরা সদর, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর, তালা;খুলনার ডুমুরিয়া, কয়রা, পাইকগাছা, ফুলতলা, বটিয়াঘাটা; বাগেরহাট সদর, শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, মোল্লাহাট; পিরোজপুর সদর, স্বরূপকাঠি, নাজিরপুর, কাউখালি; ঝালকাঠির কাঠালিয়া; বরগুনা সদর, আমতলী, বামনা, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কলাপাড়া, দশমিনা; ভোলার লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিন; বরিশাল সদর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, বানারীপাড়া, মেহেন্দীগঞ্জ; সুনামগঞ্জ সদর, শাল্লা, দোয়রাবাজার, জাালগঞ্জ; সিলেট সদর, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, জৈন্তাপর, গোয়াইনঘাট; মৌলভীবাজার সদর, বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল; হবিগঞ্জ সদর, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ;বি-বাড়িয়া সদর, আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর, আশুগঞ্জ; কুমিল্লার আদর্শ সদর, বাড়ুরা, বুড়িচং, চৌদ্দগ্রাম,চান্দিনা, দাউদকান্দি, দেবিদ্বার, হোমনা, মুরাদনগর; চাঁদপুরের হাজীগঞ্জ; লক্ষ্মীপুর সদর, রায়পুরা,রামগঞ্জ, রামগতি; নোয়াখালী সদর, বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ; ফেনী সদর, সোনাগাজী, পরশুরাম, দাগনভূইয়া; চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, ফটিকছড়ি, হাটহাজারী, লোহাগড়া, পটিয়া, রাঙ্গুনিয়া, র্জাান, সীতাকুন্ড; কক্সবাজার সদর, রামু, মহেষখালী, চকরিয়া, বান্দরবান সদর, আলীকদম, লামা; রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলি; খাগড়াছরির মহালছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলা।

Share this post

scroll to top