করোনা আতঙ্কের মাঝেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ে অনুষ্ঠিত হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ও কনের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার ধূমধামের মাঝে বর পক্ষ্য কনের বাড়িতে আসে।
অতিথি আপ্যায়ন শেষে বিকেলে নব বধূ নিয়ে বাড়ি ফিরে। এ বাল্য বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার উপজেলার রাজিপুর ইউনিয়নের বৃদেবস্থান গ্রামের নূরুল ইসলামের কন্যা মাদ্রসার ছাত্রী সোনিয়া বেগমের সাথে একই ইউনিয়নের ভাটি চরনওপাড়া গ্রামের ছমির উদ্দিনের পুত্র রমজান আলীর। বাল্য বিয়ে অনুষ্টিত হওয়ার খবর পেয়ে রাতে সহকারি কমিশনার ভূমি সাঈদা পারভিন পুলিশ নিয়ে কনের বাড়ি গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কনের বাবা নূরুল ইসলামকে আটক করে। পরে বরের বাড়ি গিয়ে বর ও বধূকে বাড়ি না পেয়ে পুলিশ বরের চাচাত্ত¡ ভাই মুশারফ হোসেন ও চাচি রুমেলা খাতুনকে আটক করে।
রাত দশটায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পাভিন কনের বাবা নূরল ইসলামকে ২০ হাজার টাকা এবং বরের চাচাত্ত¡ ভাই মোশারফ ও চাচি রুমেলাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। বাল্য বিয়ের অনুষ্ঠিত হওয়ায় ভ্রাম্যমান আদালত বর ও কনের পরিবার কে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে।