ময়মনসিংহে ডিবি’র অভিযানে সরকারী ওএমএস এর চাউল কালোবাজারী চক্রের ১ সদস্য গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ৫ বস্তা চাউল।
জেলা গোয়েন্দা পুলিশ ৯ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ময়শনসিংহ সদরের চর নীলক্ষিয়া পাড়া লক্ষীপুর নামক স্থানে ৫ বস্তা ওএমএস এর চাউল উদ্ধার করে। যাহার প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১৫০ কেজি চাউল ছিলো। এঘটনায় রিক্সাচালক পশর আলীকে আটক করা হয়েছে।
তবে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চরনিলক্ষীয়া ইউপি মেম্বার হানিফ উদ্দিন অধিক লাভবান হওয়ার জন্য চলমান সংকটে ওএমএস এর চাউল কমদামে ক্রয় করে বেশী দামে বিক্রি করার জন্য পরস্পর যোগসাজশে গোপনে তার বাড়ীতে নিয়ে যাচ্ছিল। উক্ত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।