করোনার উপসর্গ নিয়ে ৬ মাসের শিশুর মৃত্যু

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির পরিবার নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকায় থাকে। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর ৩টার দিকে শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৫টায় তাকে আইসোলেশন ইউনিটে নেয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (মেডিসিন) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শিশুটি জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে সে রাতেই মারা যায়। তার করোনা ভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া শিশুটির পরিবারের সদস্যদের কাউন্সেলিং করে লাশ হস্তান্তর করা হয়েছে।

Share this post

scroll to top