রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস উপসর্গ নিয়ে যাওয়া ২৩ বছর বয়সী এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহে। নমুনা পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের কুইক রেসস্পন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘বাড়তি নিরাপত্তার জন্য যুবককে আইসোলেশনে রেখেছি। তার বাড়ি ময়মনসিংহ, সেখান থেকে রাজস্থলী এসেছেন জানুয়ারি মাসে। মাঝে কাপ্তাই ছিলেন, সেখান থেকে ফের রাজস্থলী আসেন। জ্বর, সর্দি-কাশি নিয়ে তিনি হাসপাতালে আসলে আইসোলেশনে রেখেছি। এখন নমুনা পরীক্ষার পর জানা যাবে আসলেই তিনি করোনাভাইরাস আক্রান্ত কিনা।’